প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০২:৪১
স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা
চাঁদপুর: ২০২৫ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম চাঁদপুরে উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সময় তিনি শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, "তোমাদের আজকের পরিশ্রমই হবে ভবিষ্যতের শক্তি। নতুন বাংলাদেশের উন্নয়নের পথে তোমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।" বই বিতরণের পরিসংখ্যান চাঁদপুর জেলার ৮টি উপজেলা—চাঁদপুর সদর, হাজিগঞ্জ, শাহারাস্তি, কচুয়া, মতলব দক্ষিণ, মতলব উত্তর, ফরিদগঞ্জ, ও হাইমচরে, দাখিল ও মাধ্যমিক স্তরে মোট ৪,১০,২৮৪টি বই বিতরণ করা হয়েছে। দাখিল স্তরে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে সরবরাহকৃত বইয়ের সংখ্যা: ১,০৫,৭৭৫টি। মাধ্যমিক স্তরে সপ্তম, অষ্টম ও দশম শ্রেণির একই বিষয়ে বই সরবরাহ: ৩,০৪,৫০৯টি। অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিবর্গ বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মমিনুল হক সর্দার, ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফি বন্যা। শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে দেখা যায় উচ্ছ্বাস। অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করে জানান, নতুন বই শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নতুন বছরে নতুন অধ্যায়ের যাত্রা শুরু হলো। এই উদ্যোগ সরকারের শিক্ষাখাতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রতীক বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা।